সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।
সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুচ্ছে। শীঘ্রই অামরা শতভাগ শিক্ষিত জাতি হিসেবে বিশ্বে পরিচিত হব ইনশাল্লাহ। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেযারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ।
এসময় এলজিএসপির অর্থায়নে শিক্ষার্থীদের হাতে ব্যাগ, খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী তুলেদেন অথিতিবৃন্দ।