সোনাগাজীর জগন্নাথ মন্দিরে অগ্নিকান্ডের ঘটনায় মামলা

সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী।

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের শ্রী. শ্রী জগন্নাথ মন্দিরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় শনিবার সকালে  মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন মন্দিরের সাধারন সম্পাদক বাবুল দাস। ওসি মো. হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর এএসপি( গোয়েন্দা পুলিশ) অামিরুল ইসলাম।
উল্যেখ্য,  শুক্রবার ভোররাতে উপজেলার চর দরবেশ ইউনিয়নের নিতাই বাড়ীর জগন্নাথ মন্দিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মন্দির কমিটির সভাপতি অনিল দাশ জানান, দূর্বৃত্তরা মন্দিরের দরজার ফাঁক দিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে দরজার নিচের চৌকাটের সামান্য অংশ ও পানির মগ পুড়ে যায়। সকালে মন্দিরে পুজা দিতে গেলে  নজরে আসলে মডেল থানায় জানানো হলে এস.আই ডালিম কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরদিন স্থানীয় সাংসদ হাজী রহিম উল্যাহ ও এএসপি (সার্কেল) অামিরুল অালম ঘটনাস্থল পরিদর্শন করেন।