সোনাতলায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

২৫মে শনিবার উপজেলা চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ১৭টি ষ্টল সমন্বয়ে ৩দিন ব্যাপি স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন এমপি সাহাদারা মান্নান।

উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মিনহাদুজ্জান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান অছিয়া আক্তার রুনা প্রমূখ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ময়নুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

 উপজেলা আওয়ামী সহ-সভাপতি তাহেরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদসহ দলীয় নেতা কর্মীরা ও প্রান্তিক কৃষক।

মেলার উদ্বোধন শেষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশে উৎপাদন বাড়াতে ৬৯০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানবীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।