নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উপজেলা চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সানজিদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
এর আগে গত ৮ মার্চ চেয়ারম্যান আজাহারুল ইসলাম মান্নানকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি। সেই রিট আবেদনের শুনানি নিয়ে আদালত উপরি উক্ত আদেশ দেন।