সোনা চোরাচালান সংক্রান্ত দুদকের মামলায় কাস্টমস কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সোনা চোরাচালান সংক্রান্ত দুদকের করা একটি মামলায় আনিসুর রহমান নামে চট্টগ্রামের এক কাস্টমস কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানায় আনিসুর। আদালন জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

চট্টগ্রাম দুদকের আইনজীবী অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ জানান, সোনা চোরাচালানে সহযোগিতার অভিযোগে ২০১৪ সালে চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুর রহমানকে আসামি করে একটি মামলা দায়ের হয়।

সম্প্রতি ওই মামলায় আনিসুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। এরপর আদালতের নিয়ম অনুযায়ী আনিসুর আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।