নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১০ মামলায় হাজিরা দিতে আগামীকাল সোমবার আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রোববার বিকেলে খালেদা জিয়ার আদালতে না যাওয়ার বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।
সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। এজন্য তিনি কাল আদালতে যাবেন না। তার পক্ষে আমরা সময়ের আবেদন করব। আমরা আশা করছি আদালত সময় মঞ্জুর করবেন। তবে পরবর্তীকালে তিনি আদালতে হাজিরা দেবেন বলে জানান এ আইনজীবী।
গত ১ ডিসেম্বর খালেদা জিয়াকে ৯ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। আদালতে হাজির না হলে তার জামিন বাতিল হবে বলে জানিয়ে দেন বিচারক।
মামলাগুলোর মধ্যে রয়েছে- রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার একটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে শহিদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে গত বছর ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করা হয়। অন্যদিকে ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় মামলাগুলো দায়ের করা হয়।