সোমবার থেকে কাজে যোগ দেবেন কেলি

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা (হোয়াইট হাউস চিফ ফব স্টাফ) হিসেবে জেনারেল জন কেলিকে নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

জন কেলি এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রেইন্স প্রাইবাসকে ওই পদ থেকে সরিয়ে কেলিকে নিয়োগ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানান, সোমবার থেকে কাজে যোগ দেবেন কেলি।

সম্প্রতি হোয়াইট হাউজের সম্ভাব্য তথ্যফাঁসকারী হিসেবে রেইন্স প্রাইবাসের নাম আলোচনায় আসে। এরপর থেকে চাপের মুখে ছিলেন তিনি।

ট্রাম্পের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন বলে সিএনএনকে জানান প্রাইবাস। প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধ হচ্ছিল জানিয়ে তিনি বলেন, জন কেলিকে নিয়োগ দেওয়া খুবই ভালো কাজ হয়েছে।