জেলা প্রতিবেদকঃ শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে সোমবার (১৮ মে) থেকে ভোলার সব মার্কেট ও শপিং মল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রোববার (১৭ মে) ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক মার্কেট বন্ধের এ ঘোষণা দেন।
তবে জরুরি পরিষেবা, কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
জেলা প্রশাসক জানান, জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, করোনা সংক্রমণ বিস্তার প্রতিরোধ বিবেচনায় জেলার সচেতনমহল, সুধী সমাজ ও জেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সঙ্গে আলোচনা করে মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে সীমিত পরিসরে মার্কেট-শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু মার্কেট-শপিংমলে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় এবং শারীরিক দূরত্বসহ কোনো শর্ত না মানায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।