আগামীকাল সোমবার থেকে তিন দিন সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, তিন দিন সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। শিগগির এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনে সারা দেশে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।