সোমবার নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক :
নির্বাচনী এলাকায় আগামীকাল সোমবার বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার সাধারণ নির্বাচন এবং স্থগিত বা বন্ধ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।