নিজস্ব প্রতিবেদক : সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) আগামীকাল সোমবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আব্দুল্লাহ জানান, আগামীকাল সোমবার বিকেল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ১০ জনের মধ্যে দিয়ে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন।
অন্য নির্বাচন কমিশনাররা হলেন- মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রি. জে. শাহাদত হোসেন (অব.)।