আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গাড়িবোমা হামলা হয়েছে।
মঙ্গলবার শক্তিশালী এ বোমার বিস্ফোরণে প্রেসিডেন্ট প্রাসাদের কাছের হোটেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর তাক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আলজাজিরা অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য থেকে রয়টার্স জানিয়েছে, মোগাদিসুতে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে এবং লোকজন গোলাগুলির শব্দ শুনতে পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে, হামলার স্থানে আকাশে ধোয়ায় কুন্ডলী উড়ছে।
আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এ হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ সোমালিয়ায় এ ধরনের হামলা চালিয়ে থাকে এ গোষ্ঠীটি।