বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বিশ্বজুড়ে রয়েছে তার অসংখ্য ভক্ত।
বর্তমানে ভক্তদের সঙ্গে যোগাযোগ এবং নিজেদের বিভিন্ন বিষয় জানানোর জন্য সোশ্যাল মিডিয়াকেই বেছে নেন তারকারা। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম কারিনা কাপুর।
কিন্তু কী কারণে সোশ্যাল মিডিয়ায় নেই কারিনা? এ প্রশ্ন তার অনেক ভক্তের মনেই রয়েছে।
এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘আমি এমনিতেই অনেক ব্যস্ত। পাশাপাশি নিজের মতো করে সময় কাটাতেই পছন্দ করি। আমার অনেক বন্ধু এবং ভক্ত আছে যারা আমাকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানিয়ে থাকে। এই দিক থেকে বলতে গেলে আমি সব সময়ই সোশ্যাল মিডিয়াতে থাকি। আর আমি যদি টুইটার এবং ইন্সটাগ্রামে আমার বক্তব্য দেয়া শুরু করি তবে সাংবাদিকরা তাদের চাকরি হারাবে।’