
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলির পর সন্দেহভাজন দুই জঙ্গি বোমা বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দিয়েছে।
শনিবার সে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগরী জেদ্দায় এ ঘটনা ঘটে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট এসএবিকিউ ডট ওআরজি এ তথ্য জানিয়েছে।
সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সৌদি নিরাপত্তা বাহিনী জেদ্দার একটি বাড়ি ঘিরে ফেলার পর ওই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয় জঙ্গিরা।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক স্কাই নিউজ আরাবিয়াও এ ঘটনার খবর প্রকাশ করেছে এবং সে সঙ্গে জেদ্দার পূর্বাঞ্চলে আল হারাজত জেলায় বিস্ফোরণের একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে। তবে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, সৌদি আরবে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালের মাঝামাঝি থেকে ধারাবাহিক বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। এসব হামলায় অনেক হতাহত হয়েছে যাদের অধিকাংশই সৌদি শিয়া সম্প্রদায়ের লোক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য।
গত বছর জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে বোমা বিস্ফোরণে এক আত্মঘাতী হামলাকারী নিহত হয়। ওই ঘটনায় আহত আরো দুজন। এটি ছিল বিগত কয়েক বছরের মধ্যে সৌদি আরবে বিদেশিদের লক্ষ্য করে চালানো প্রথম হামলার ঘটনা।