সৌদি আরবে আবারও হুদিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার সময় দুটি শিশু আহত হয়েছে। এছাড়াও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

সৌদি জোট ওই হামলার জন্য ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীকে দায়ী করেছে। তবে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই হামলার দায় স্বীকার করা হয়নি। সৌদি জোট জানিয়েছে, জাজান এবং নাজরান প্রদেশের দিকে আরও দু’টি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

এর আগে সৌদি জোট জানিয়েছিল,সৌদি আরব লক্ষ্য করে তিনটি বিস্ফোরক ড্রোন দিয়ে হামলার চেষ্টা প্রতিহত করেছে তারা। সৌদির পূর্বাঞ্চলে দেশটি বেশিরভাগ তেলক্ষেত্র অবস্থিত। এর আগেও ওই এলাকায় বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে।
২০১৯ সালের সেপ্টেম্বরে আরামকোর দুটি প্লান্টে ভয়াবহ হামলা চালানো হয়।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রায়ই সৌদি আরব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। এর আগেও সৌদির বিভিন্ন স্থানে হামলার দায় স্বীকার করেছে তারা।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ২০১৫ সালে ইয়েমেনের যুদ্ধে হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। সে কারণেই হুথিদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটি।