ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো ১২ জন। বৃহস্পতিবার আল-কাতিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে ঢাকায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ সংবাদ সম্প্রচার করেছে।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুরের দুই ভাই শহিদুল ও বাবুল, পটুয়াখালীর রফিকুল ইসলাম, ভোলার রানা সাহাবুদ্দিন, সিরাজুল ইসলাম ও শরীফ (ঠিকানা জানা যায়নি)।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ জানান, রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে আল-কাতিফ স্থানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।