সৌদি আরব যাচ্ছে হজ প্রতিনিধিদল

সচিবালয় প্রতিবেদক : ২০১৭ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে সৌদি আরব যাচ্ছে বাংলাদেশের পাঁচ সদস্যের হজ প্রতিনিধিদল।

সোমবার ধর্ম মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আজ রাত ১০টায় সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

ধর্মমন্ত্রী মতিউর রহমান আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেনের সঙ্গে দ্বিপাক্ষিক হজ চুক্তি করবেন। এ ছাড়া বাংলাদেশের হজ প্রতিনিধিদল দক্ষিণ এশীয় হাজিসেবা সংস্থা, ইউনাইটেড জেনারেল কার সিন্ডিকেট, মদিনা আদিল্লা অফিস এবং সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আলাদা চার/পাঁচটি অধিচুক্তি স্বাক্ষর করবে।

ধর্মমন্ত্রীর নেতৃত্বাধীন হজ প্রতিনিধিদলে অন্য সদস্যরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিন, ধর্মমন্ত্রীর একান্ত সচিব ড. মো. আবুল কালাম আজাদ, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাঈদ। এ ছাড়া সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল এ কে এম শহীদুল করীম, বাংলাদেশ হজ অফিস জেদ্দার কাউন্সিলর (হজ) মো. মাকসুদুর রহমান, কনসাল হজ মো. জহিরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের রিজিওনাল ম্যানেজার জেদ্দা, সৌদি আরবে হজ প্রতিনিধিদলের স্থানীয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

প্রতিনিধিদলটি আগামী ৭ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।