সৌরবিদ্যুৎ উৎপাদনে জমির বহুমুখী ব্যবহারের কৌশল উদ্ভাবন করা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে জমির বহুমুখী ব্যবহারের কৌশল উদ্ভাবন করা প্রয়োজন।

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএমএমএবি) অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জমির স্বল্পতার জন্য শিল্প প্রতিষ্ঠানের ছাদে, মার্কেট বা সরকারি অফিসগুলোর ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। একই সঙ্গে সৌর সেচপাম্প আরো জনপ্রিয় করতে ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের এগিয়ে আসা দরকার।

তিনি বলেন, সৌর দ্রব্যাদির গুণগতমান বজায় রেখে নতুন নতুন বাজার সৃষ্টি করতে হবে। ধীরে ধীরে দেশেই সৌর দ্রব্যাদির বাজার হচ্ছে; এটা ধরে রেখে আরো বড় বাজার তৈরি করতে হবে।

এসএমএমএবির সভাপতি মনোয়ার মেজবাহ মঈন বলেন, সোলার হোম সিস্টেমের জন্য সোলার মডিউল, ব্যাটারি, ইনভার্টার, লাইট ইত্যাদি দেশেই উৎপাদিত হচ্ছে। বিদেশি প্যানেল আমদানি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশীয় এ শিল্পের প্রসারে সমন্বিত প্রয়াস চালাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিজানুর রহমান জোয়ার্দার বলেন, গ্রিন প্রোডাক্টে বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদে ঋণ দিচ্ছে। ৫০টি প্রোডাক্টকে গ্রিন প্রোডাক্ট বলা হচ্ছে। অন্যান্য ব্যাংককে ঋণযোগ্য মূলধনের ৫ শতাংশ গ্রিন প্রোডাক্টে অর্থায়ন করার নির্দেশনা রয়েছে।

এ সময় স্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, এসএমএমএবির সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।