মাগুরা প্রতিনিধি : মাগুরায় নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে চড়-থাপ্পড় মেরেছে এক বখাটে যুবক । এ ঘটনায় অপমানিত হয়ে ওই স্কুলছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানিয়েছে তার পরিবার।
ঘটনাটি ঘটেছে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী এলাকায়।গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রীটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত বখাটে মাছুদ (১৮) কে গ্রেপ্তার করেছে।
স্কুলছাত্রীর বাবা জানান, প্রতিবেশি আক্তার বিশ্বাসের ছেলে মাছুদ বেশ কিছু দিন ধরে তার মেয়েকে উত্যক্ত করে আসছে। সর্বশেষ শনিবার দুপুরে মাগুরা শহরের স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাছুদ তাকে আবারো উত্যক্ত করে। প্রতিবাদ করলে বখাটে মাছুদ প্রকাশ্যে তাকে চড়-থাপ্পড় মারে।
বিষয়টি সে বাড়িতে গিয়ে মাছুদের বাবা-মাকে জানায়। কিন্তু মাছুদের বাবা-মা উল্টো তাকেই বকাঝকা করেন। এ ঘটনা জানতে পেরে ক্ষোভে, অভিমানে তার মেয়ে ঘরের দরজা লাগিয়ে গলায় ফাঁস নেয়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কৃষ্ণ বিশ্বাস জানান, স্কুল ছাত্রীটির চিকিৎসা চলছে।
সদর থানার ওসি তদন্ত মোঃ হোসেন আল মাহবুব জানান, তারা অভিযুক্ত মাছুদকে গ্রেপ্তার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।