স্কুলছাত্র মোমিন হত্যায় বন্ধু ও তার মা গ্রেপ্তার

টাঙ্গাইল : টাঙ্গাইল পৌর এলাকার সাকরাইলে স্কুলছাত্র মোহাম্মদ মোমিন  হত্যা মামলায় তার সহপাঠী পরশ আলী (১৫) ও তা মা কদবানুকে (৩৫) গ্রেপ্তার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

রোববার রাতে তাদেরকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। মোমিন টাঙ্গাইলের সন্তোষ ইসলাম বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আসামিদের প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ভূইয়া জানান, টাঙ্গাইল পৌর এলাকার সাকরাইল গ্রামের শরবত আলীর স্ত্রী কদবানু তার ছেলের বন্ধু মোমিনের সম্পর্কে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ছেলে পরশ কয়েকবার মোমিনের সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখতেও পায়। নিজ বন্ধুর সঙ্গে মায়ের এমন সম্পর্কের কথা জানতে পেরে মোমিনকে হত্যার সিদ্ধান্ত নেয় সে।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে স্কুলে না গিয়ে মোমিনের পিছু নেয় পরশ। পরে তাদের বাড়ির কাছে একটি পরিত্যক্ত টিনের ঘরে তার মাকে বন্ধু মোমিনের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে সে। এ সময় ওই ঘরে প্রবেশ করে ঘরের মেঝেতে থাকা লোহার রড দিয়ে মোমিনের মাথায় এলোপাথাড়ি আঘাত করে সে। এতে ঘটনাস্থলেই মোমিনের মৃত্যু হয়। পরে কদবানু ছেলেকে হত্যার দায় থেকে বাঁচাতে ঘরের মেঝে আর রড থেকে মোমিনের রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলে। মোমেনের লাশ পার্শ্ববর্তী ধানখেতে ফেলে রেখে ছেলেকে নিয়ে পালিয়ে যায়।

এদিকে স্থানীয়রা মোমিনের রক্তাক্ত দেহ উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজের হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার দুদিন পর গত ২৮ সেপ্টেম্বর মোমিনের বাবা শহিদুল ইসলাম বিশা বাদী হয়ে পরশ আলী ও তার মা কদবানুসহ পাঁচজনকে আসামি করে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।