গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় স্ত্রী মিনারা বেগমকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী আমজাদ হোসেনকে (৩৭) আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের খানজানি গ্রাম থেকে মিনারার লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের সহায়তায় আটক করা হয় আমজাদ হোসেনকে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে স্ত্রী মিনারাকে মারধর করে আমজাদ। এতে ঘটনাস্থলেই মারা যায় মিনারা। পরে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টায় মিনারাকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানোর সময় স্থানীয়রা আমজাদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি আরো জানান, নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।