স্ত্রীর ওপর এসিড নিক্ষেপকারী কুদ্দুস গ্রেপ্তার হয়নি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্ব নাখালপাড়ায় স্ত্রী আকলিমা আক্তারের (৩০) ওপর এসিড নিক্ষেপকারী স্বামী আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে আকলিমার ওপর এসিড নিক্ষেপের পর থেকে কুদ্দুস পলাতক রয়েছে।

সোমবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রশিদ জানান, ‘কুদ্দুসকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।’

প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘কুদ্দুস আকলিমাকে সন্দেহের চোখে দেখতেন। এ ক্ষোভ থেকেই তিনি এ কাজ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

আকলিমার ভাই রমজান আলী বলেন, ‘৯ মাস হলো কুদ্দুস মালয়েশিয়া থেকে দেশে এসেছে। এখানে এসে সে মাদক সেবন করে ও জুয়া খেলে অনেক টাকা নষ্ট করে ফেলে। এ কারণে বিভিন্ন সময়ে সে টাকা চাইত। টাকা না দিলে আকলিমাকে নির্যাতন করত। তবে আকলিমার এ পরিণতি হবে তা ভাবিনি।’

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আকলিমার চিকিৎসা চলছে।

হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, ‘এসিডে আকলিমার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।’

এদিকে এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী, বাংলাদেশ এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, ‘এসিড নিক্ষেপকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। যারা এ কাজ করছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি।’