নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : স্ত্রীর মৃত্যুতে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ময়মনসিংহ-৭ আসনের এমপি এমএ হান্নান ও তার ছেলে প্যারোলে মুক্তি পেয়েছেন।
বুধবার সন্ধ্যায় তারা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ডেপুটি জেলার মো. আবুল হোসেন জানান, আদালতের নির্দেশ পাওয়ার পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিন ঘণ্টার জন্য এমপি হান্নান (৮০) ও তার ছেলে রফিক সাজ্জাদকে (৬২) কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এমপি হান্নানের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের প্যারোলে মুক্তির আদেশ দেন।