চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে স্ত্রী হত্যার দায়ে হাবিবুর রহমান ফকির নামে এক স্বামীকে মৃতুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ৩ অক্টোবর কলসিদীঘি এলাকায় রীনা খান খুন হন। পরে এই ঘটনায় হাবিবুরকে আসামি করে মামলা হয়। একই বছরের ৩১ ডিসেম্বর ওই মামলায় হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
পরে ২০১৫ সালের ৫ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত আসামিকে দোষি সাব্যস্থ করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।