
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্পিডবোট-পাথরবাহী নৌকা সংঘর্ষে দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত রয়েছেন আরো একজন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বরুজ মিয়ার স্ত্রী জোসনা বেগম (৩৫) ও তার মেয়ে রুমি বেগম (৮)।
পুলিশ জানায়, সোমবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খানের পরিবারের লোকজন তাদের নিজস্ব স্পিডবোটে করে বাদাঘাট বাজারে ঈদের কেনাকাটা করতে যান। এসময় স্পিডবোট চালক বরুজ মিয়ার স্ত্রী ও মেয়েও তাদের সঙ্গে ছিলেন।
পরে কেনাকাটা শেষে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন। পথে পাটলাই নদীর বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ও এটি ডুবে যায়। এসময় স্পিডবোটে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও জোসনা বেগম ও তার মেয়ে রুমি নিখোঁজ হন।
পরে স্থানীয়দের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনায় আহত এক নারী যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার বলেন, তাহিরপুরে স্পিডবোট ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় স্পিডবোটের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এটি ডুবে যায়। এতে দুজন পানিতে ডুবে মারা গেছেন।