জ্যেষ্ঠ প্রতিবেদক : স্বাধীনতা দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথসভা শেষে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচি ঘোষণা করেন।
২৬ মার্চ রাজধানীসহ সারা দেশে স্বাধীনতা র্যালি করবে বিএনপি। সেদিন বিকেল ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে বিনপির অন্যান্য কর্মসূচি হলো- দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের ২৬ মার্চ সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ৯টায় শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ।
স্বাধীনতা দিবসের দিন সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা। ওই দিন জাসাসের উদ্যোগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যুবদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে।
২৭ মার্চ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রুহুল কবির রিজভী জানান, এ বছর আলোচনা সভার পরিবর্তে দেশব্যাপী র্যালি ও রচনা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, মাহবুবুর রহমান শামীম, শহীদউদ্দিন চৌধুরী, জয়নুল আবেদীন, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, এ বিএম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, আবদুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, আবদুল আউয়াল খান, হারুনুর রশীদ, খোন্দকার মাসুকুর রহমান প্রমুখ।
অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে সাদেক আহমেদ খান, ইউনুস মৃধা, মোরতাজুল করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন, হেলাল খান, তকদির হোসেন জসিম, এস কে সাদী, ইয়াসীন আলী, সাইফুল ইসলাম ফিরোজ, হাফেজ আবদুল মালেক, সুলতানা আহমেদ, আবুল কালাম আজাদ, রাজীব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।