
ক্রীড়া ডেস্ক : পিএসজির হয়ে স্বাস্থ্যপরীক্ষার জন্য কাতার যাচ্ছেন না নেইমার। বার্সেলোনা ফরোয়ার্ড চীন থেকে স্পেনেই ফিরছেন।
যুক্তরাষ্ট্রে বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতি সফর শেষে দলের অন্য সবাই স্পেনে ফিরলেও নেইমার ফেরেননি। যুক্তরাষ্ট্র থেকে বিজ্ঞাপন চুক্তির অংশ হিসেবে চীনের সাংহাই গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এর মধ্যেই সোমবার কাতারি সংবাদপত্র আল ওয়াতান দাবি করে, নেইমার পিএসজির হয়ে স্বাস্থ্যপরীক্ষা সারতে চীন থেকে মঙ্গলবার কাতার যাবেন। দেখা করবেন পিএসজির কাতারি মালিক ও চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে। এমনকি কোন মেডিক্যাল সেন্টারে নেইমারের স্বাস্থ্যপরীক্ষা হবে, সেটাও সুনির্দিষ্ট করে জানিয়ে দেয় ওয়াতান।
তবে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, পিএসজির হয়ে স্বাস্থ্যপরীক্ষার জন্য নেইমার কাতার যাচ্ছেন না। ২৫ বছর বয়সি ফরোয়ার্ড সাংহাই থেকে স্পেনে ফিরবেন এবং বুধবার বার্সেলোনার অনুশীলনে যোগ দিতে পারেন। যদিও তাকে দলে ভেড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পিএসজি।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, বাই-আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানতে যাচ্ছে পিএসজি। তবে ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখতে এখনো সব চেষ্টাই করে যাচ্ছে বার্সেলোনা।