সিলেট : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাকিল ওরফে পিচ্চি শাকিলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নগরীর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ।
তিনি জানান, এ পর্যন্ত তাজুল হত্যা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট রাতে খুলিয়াপাড়া এলাকায় তাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।