বিনোদন ডেস্ক : অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বরিয়ার রোমান্স নিয়ে বলিপাড়ায় চলছে নানা আলোচনা। বচ্চনবধূর এ সাহসী ভূমিকায় অভিনয় দেখে অনেকেই অবাক হয়েছেন।
শোনা যাচ্ছে, নিজ ইচ্ছাতেই এমন সাহসী ভূমিকায় হাজির হয়েছেন ঐশ্বরিয়া।
দীর্ঘ বিরতি ভেঙে জাজবা সিনেমার মধ্য দিয়ে আবার বলিউডে ফিরেন ঐশ্বরিয়া। এরপর তাকে দেখা যায়, সর্বজিৎ সিনেমায়। দুটো সিনেমাতেই সাদামাটা রূপে দেখা গেছে এ অভিনেত্রীকে।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, যখন নির্মাতা সিনেমাটির চিত্রনাট্য ঐশ্বরিয়াকে দেখিয়েছিলেন তখন এটি এতটা সাহসী ছিল না। এ অভিনেত্রী যখন চিত্রনাট্যে তার অংশটুকু পড়েন তখন তার মনে হয়েছে তার চরিত্রটি অসম্পূর্ণ। তার মনে হয়েছিল, চরিত্রটি নিস্তেজ বানিয়ে নির্মাতারা এটিকে মেরে ফেলেছেন।
সূত্রটি আরো জানায়, ঐশ্বরিয়া চরিত্রটিকে আরো সাহসী এবং আবেদনময়ী করতে বলেন। এরপর তার পরামর্শ অনুসারেই সিনেমায় তার রোমান্টিক দৃশ্যগুলো রাখা হয়।
এর আগে শোনা গিয়েছিল, অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার ট্রেইলারে রণবীর-ঐশ্বরিয়ার রোমান্স দেখে ভীষণ খেপেছেন বচ্চন পরিবার। কিন্তু একটি সাক্ষাৎকারে খবরটি ভুল বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন।
অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার মধ্য দিয়ে আবার পুরোনো ঐশ্বরিয়াকে দর্শকরা ফিরে পাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। পর্দায় আবার রূপের জাদুতে সবাইকে মুগ্ধ করবেন এ অভিনেত্রী।
এদিকে এরই মধ্যে বাধার মুখে পড়েছে সিনেমাটি। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকায় সিনেমাটি মুক্তি বন্ধের দাবি জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।