ডেস্ক রিপোর্ট : দুবাইয়ের রাবাতে বাস ও ট্রাকের সংঘর্ষে তিন বাংলাদেশি ও দুই ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার ভোর ৫টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রশিদিয়া পুলিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার সাইদ বিন সুলাইমান।
তিনি জানান, ক্লিনকো ক্লিনিং সার্ভিসেস অ্যান্ড বিল্ডিং মেইনটেন্যান্স নামে একটি কোম্পানির ১৯ কর্মী নিয়ে ওই বাসটি আল গারহুদের দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে আল রাবাত রোডে একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
তিনি জানান, দুর্ঘটনার পরপরই টহল পুলিশ ও উদ্ধারকারীরা এসে আহতদের উদ্ধার করে রশিদ হাসপাতালে ভর্তি করেছে। নিহতদের মরদেহ রশিদ হাসপাতালের মর্গে রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।