সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে গেদু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কে এ দুঘর্টনাটি ঘটে। গেদু সদর উপজেলার উত্তর সুলতানশী গ্রামের ইয়ার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মিরপুর থেকে যাত্রী নিয়ে অটোটি শ্রীমঙ্গল যাচ্ছিল। পথিমধ্যে নতুন বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে গেদু মিয়া মারা যান। আহত হয় আরো পাঁচজন।

কামাইছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ রুপু কর নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করেছে।