ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আনিচুর রহমান(৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ পৌর এলাকার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনিচুর কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের গোলাম আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কালীগঞ্জ থেকে ‘আলমসাধুতে’ করে পান নিয়ে ঝিনাইদহে আসছিলেন আনিচুর। ঝিনাইদহ পৌর এলাকার বাইপাস মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আলমসাধুর চালক আনিচুর রহমান নিহত হন।