বগুড়া প্রতিনিধ : বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে লাশবাহী অ্যাম্বুলেন্সের চালক নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৭টার দিকে উপজলার গারিদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত অ্যাম্বুলেন্স চালকের পরিচয় জানা যায়নি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরফান আলী জানান, বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া এক ব্যক্তির লাশ নিয়ে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে করে উপজেলার চান্দাইকোনা গ্রামে যাচ্ছিলেন। গারিদাহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালক নিহত ও চারজন আহত হন। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।