
সচিবালয় প্রতিবেদক : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি বাতিলের শর্তে আগামী ১২ অক্টোবর থেকে অথবা তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।