নিজস্ব প্রতিবেদক : হকার উচ্ছেদ বন্ধ ও জাতীয় হকার নীতিমালা বাস্তবায়নের দাবিতে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হকার সংগ্রামী পরিষদ।
রোববার দুপুরে হকাররা জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ অবরোধ কর্মসূচি পালন করছেন।
হকারদের অবরোধ কর্মসূচির কারণে পল্টন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে কর্মস্থলগামী সাধারণ যাত্রীদের পড়তে হয়েছে দুর্ভোগে।
এ সময় অবরোধস্থল থেকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সমালোচনা করে হকার সমন্বয় পরিষদের আহ্বায়ক আবুল হোসেন বলেন, ‘সাঈদ খোকন হকারদের কথা রাখেননি। কথা রেখেছেন স্বার্থান্বেষী মহলের।’
তিনি আরো বলেন, ‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না। যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে হকাররা ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাব।’