নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের কাছে হকারদের জন্য নির্ধারিত ১৭ স্থানে নাইট মার্কেটের দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নামে একটি সংগঠন।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও হকার সমাবেশে এই দাবি জানান সংগঠনের চেয়ারম্যান মোমিন মেহেদী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উদ্দেশে মোমিন মেহেদী বলেন, হকারদের জন্য নির্ধারিত ১৭ স্থানে নাইট মার্কেট করলে দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। নতুনধারা বরাবরই বিভিন্ন সমাধান নিয়ে সরকারের কাছে নিজেদের উপস্থাপন করেছে, আজও করছে। মৎস্য ভবন, শিল্পকলা একাডেমি চত্বর, শাপলা চত্বর, দোয়েল চত্বরসহ ১৭টি স্থানে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ছোট পরিসরে ‘নাইট মার্কেট’ চালু করে হকারদের রুটি-রুজির সমস্যা ও ফুটপাত দখলের সমস্যা থেকে মুক্তি পেতে পারে।
তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে মেয়র ও সংশ্লিষ্টদের আহ্বান জানান।
মানববন্ধনে জাতীয় শ্রমিকধারার সহসভাপতি শেখ সানোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নতুনধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহমুদ হাসান তাহের, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান প্রমুখ।