
জ্যেষ্ঠ প্রতিবেদক : হজযাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস দুটি নিয়মিত হজ ফ্লাইট বাতিল করেছে।
বারবার নিয়মিত হজ ফ্লাইট বাতিল হওয়ায় লোকসান গুণতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে।
বৃহস্পতিবার ভোরে ও দুপুরে বিমানের দুটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে হজযাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে হজযাত্রী না হওয়ায় ফ্লাইট দুটি বাতিল করা হয়।
যে দুটি হজ ফ্লাইট বাতিল হয়েছে, সেগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভোর ৬টা ৫ মিনিটের বিজি-১০৭৩ ও দুপুর ১টা ২৫ মিনিটের বিজি-৫০৭৩।
ঘটনার সত্যতা স্বীকার করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘হজযাত্রী সংকটের কারণে বিমানের দুটি নিয়মিত ফ্লাইট বাতিল করা হয়েছে। এভাবে ফ্লাইট বাতিলের কারণে বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
এর আগে গত ২০ দিনে হজযাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি নিয়মিত হজ ফ্লাইট বাতিল করা হয়। বৃহস্পতিবার দুটিসহ এ পর্যন্ত মোট বিমানের ২৫টি নিয়মিত হজ ফ্লাইট বাতিল হয়। তা ছাড়া সৌদি এয়ারলাইনসের চারটি হজ ফ্লাইট বাতিল করে সময় পেছানো হয়।
গত ২৪ জুলাই থেকে হজযাত্রী পরিবহন শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
হজ ফ্লাইটের সূচি অনুযায়ী, ২৬ আগস্ট বিমান বাংলাদেশ ও ২৭ আগস্ট সৌদি এয়ারলাইনসের ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট পরিচালনা করার কথা। বাকি ১০ দিনে প্রায় আরো ৫০ হাজার হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। এ সময়ে এত হজযাত্রী আসলেই পাঠানো যাবে কি না, তা নিয়ে হজ অফিসের শঙ্কা রয়েছে।