হজ চুক্তি করতে সৌদি যাচ্ছেন ধর্মমন্ত্রী

সচিবালয় প্রতিবেদক : সৌদি সরকারের সঙ্গে চলতি ২০১৭ সালের দ্বিপাক্ষিক হজ চুক্তি করতে আগামী ২৯ জানুয়ারি সৌদি আরব যাচ্ছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সোমবার ধর্ম মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

হজ চুক্তি করতে সৌদি আরব যাচ্ছে আট সদস্যের একটি প্রতিনিধি ও কারিগরি দল।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্ম সচিব মো. আবদুল জলিলের নেতৃত্বাধীন প্রতিনিধি ও কারিগরি দলের অন্য সদস্যরা হলেন- যুগ্ম সচিব মো. হাফিজউদ্দিন, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ডা. মো. আবুল কালাম আজাদ, ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাইদ, ধর্ম সচিবের ব্যক্তিগত সহকারী মো. গোলাম মাওলা, বিজনেস অটোমেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ও ধর্ম মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার মো. নাজমুল হাসান।

এ প্রতিনিধিদলে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতও অন্তর্ভুক্ত হবেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলে ধর্মমন্ত্রী ও ধর্ম সচিবের সঙ্গে তার স্ত্রী, ছেলে ও মেয়েও সৌদি আরব যাচ্ছেন।