
আন্তর্জাতিক ডেস্ক : হজ পালনে ইচ্ছুক কাতারের নাগারিকদের জন্য স্থলসীমান্ত খুলে দেবে সৌদি আরব । বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হজ পালনে ইচ্ছুক কাতারি নাগরিকদের জন্য দুদেশের মধ্যকার স্থলসীমান্ত পথ সালওয়া পয়েন্ট খুলে দেওয়া হবে। সীমান্ত পার হতে কোনো ইলেকট্রনিক অনুমতিরও প্রয়োজন হবে না।
এতে আরো বলা হয়েছে, চলতি বছর কাতারের যেসব নাগরিক হজ করতে ইচ্ছুক তাদের খরচ খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বহন করার ইচ্ছা প্রকাশ করেছেন। নিজের খরচায় কাতারি হজ যাত্রীদের নিয়ে আসার জন্য বাদশাহ সালমান সৌদি এয়ারলাইন্সের একটি ব্যক্তিতগত বিমান দোহা বিমানবন্দরে পাঠিয়েছেন।
সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অজুহাত তুলে গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে ও মিশর। এরপর থেকে সালওয়া পয়েন্টের সীমান্ত পথটি বন্ধ করে রাখে সৌদি আরব।
সালওয়া সীমান্ত খুলে দেওয়া কিংবা হাজিদের পরিবহনে সৌদি ঘোষণা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি কাতার।