
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠে আফগানিস্তানের রাজধানী কাবুল। রোববার রাতে শহরের দেমজাং এলাকার একটি কোডাউনে আগুন ধরে গেলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেলেও তা নিয়ন্ত্রণে কেউ এগিয়ে আসেনি।
এদিকে আফগানিস্তানে নতুর সরকার কেমন হবে, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে বলে জানিয়েছে তালেবান। সশস্ত্র সংগঠনটির এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সরকারের রূপরেখা প্রকাশ করা হবে। এরই মধ্যে কাবুলে পৌঁছেছেন তালেবানের সহপ্রতিষ্ঠাতা আব্দুল ঘানি বারাদার। সরকার গঠন নিয়ে তালেবানের কমান্ডার ও সাবেক সরকারের নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
কাবুল বিমানবন্দরের অবস্থা বেগতিক হলেও অন্যান্য স্থানে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন আফগানবাসী। যদিও মোড়ে মোড়ে অব্যাহত রয়েছে তালেবানের টহল। রাস্তার মোড়ে বিক্রি হচ্ছে ফল, কোথাও আইসক্রিম। বেড়েছে মানুষের উপস্থিতি, দেখা মিলছে চিরচেনা ভিড়। ফিরেছে কর্মচাঞ্চল্য। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দেড়শ’ কিলোমিটার দক্ষিণ পূর্বের গজনি প্রদেশের বাসিন্দারা, তালেবানের পুনরুত্থানের এক সপ্তাহ পর স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।