হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাজধানীর যাত্রাবাড়ীর বখতিয়ার মোহাম্মদ লতিফ হত্যা মামলায় মো. খলিল (৩৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এরা সবাই ডাকাতদলের সদস্য।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আকতার (৩৫), রুস্তম আলী হাওলাদার (৫০), জালাল উদ্দিন (৪৫), মো. হাবিব (৫৫), মো. সবুজ (২৭) এবং মো. মতি (৩৫)। রায় ঘোষণার পর আসামিদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর সৈয়দ শামসুল হক বাদল বলেন, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে দণ্ডপ্রাপ্ত আসামিরা মামলার বাদী জাহিদ আল লতিফ ওরফে খোকার বাড়িতে ডাকাতি করে। ডাকাতিকালে বাদীর ছেলে বখতিয়ার মোহাম্মদ লতিফ বাধা দিলে ডাকাত সদস্যদের মধ্যে খলিল তার হাতে থাকা পিস্তল দিয়ে লতিফকে দুটি গুলি করে। বাদী এবং তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এলে ডাকাতরা পালিয়ে যায়। এরপর লতিফকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ ওরফে খোকা যাত্রাবাড়ী থানায় মামলা করেন। ডিবি পুলিশের এসআই মো. ইউনুস ২০১৪ সালের ১৩ এপ্রিল সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে ৪২ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।