নিজস্ব প্রতিবেদক : পরকীয়ার জের ধরে রাজধানীর ডেমরায় রাজন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- জালাল, হানিফ ও দেলোয়ার। আসামিদের মধ্যে জালাল পলাতক আছেন। বাকি দুজনকে রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জালালের সঙ্গে রাজনের স্ত্রীর পরকীয়ার সম্পর্কের জেরে ২০০১ সালের ১০ নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে রাজনকে হত্যা করা হয়। এ ঘটনায় রাজনের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ডেমরা থানা-পুলিশ ২০০২ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।