হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বর্তমান প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

শনিবার যাছাই-বাছাইকালে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। ফলে তার নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাবিনা আলম বলেন, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী, কৃষক শ্রমিক জনতালীগ পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মনমোহন দেব নাথ, বিএনপি নেতা এনামুল হক মুশাহিদ ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. হাফিজুর রহমান। শনিবার যাছাই-বাছাইকালে মনমোহন দেব, এনামুল হক ও মো. হাফিজুর রহমানের মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন, সম্পদ বিবরণী ও রশিদ ঠিকমত না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।