হরতাল সমর্থকদের মিছিলে কাঁদানে গ্যাস নিক্ষেপ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, সুন্দরবন-বিনাশী সব চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে আধা বেলা হরতাল চলছে।

সকালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় হরতাল সমর্থকেরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। হরতাল সমর্থকেরা উঠে না গেলে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়। এ সময় জলকামান নিক্ষেপ করে পুলিশ। এরপর তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পরপর কয়েক দফায় হরতাল সমর্থনকারীরা শাহবাগের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। বারবারই পুলিশ তাদের কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

এরপর সকাল থেকে যতবারই আন্দোলনকারীরা শাহবাগের দিকে অগ্রসর চেষ্টা করেছে ততবারই পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান বলেন, ‘শাহবাগ মোড়ে দুটি হাসপাতাল রয়েছে। এ ছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। এ কারণে হরতালকারীদের সরিয়ে দিতে বাধ্য হয়েছি। তারা যদি মোড় অবরোধ করে তাহলে জনদুর্ভোগের সৃষ্টি হতো।’

কাঁদানে গ্যাস নিক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘হরতালকারীরা শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করলে আমরা টিয়ার শেল নিক্ষেপ করতাম না। কিন্তু তারা পুলিশের ওপরে হামলা করায় টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়েছি আমরা।’

এদিকে শাহবাগ মোড়ে হরতাল সমর্থকদের ওপর পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে হরতাল সমর্থকেরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীরসহ ১০ জন কর্মী আহত হয়েছে বলেও দাবি করেছে। এ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক কালেরকণ্ঠের প্রধান আলোকচিত্রী শেখ হাসানের মাথা ফেটে গেছে।

আহতদের পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের উপপরিদর্শক বাচ্চু মিয়া।

তবে রাবার বুলেট নিক্ষেপের কারণে আহত হওয়ার বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হাসান বলেন, ‘হরতালকারীদের আহত হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা তাদের ছত্রভঙ্গ করতে শুধু জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করেছি। এ ছাড়া আর কোনো কিছু নিক্ষেপ করিনি।’

পল্টনে হরতালকারীদের শান্তিপূর্ণভাবে মিছিল করতে দেওয়া হলেও এখানে কেন দেওয়া হলো না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শাহবাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এখানে অবরোধ করলে জনদুর্ভোগের সৃষ্টি হতো। এ কারণে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

হরতাল সমর্থকেরা একপর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির আশপাশে অবস্থান নেয়। সেখানেই স্লোগান দিয়ে বিক্ষোভ করে তারা। বেলা সাড়ে ১১টার দিকে দুজন হরতাল সমর্থককে আটক করে শাহবাগ থানায় দেওয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ। পরে তাদের নাম-পরিচয় জানানো হবে।
এদিকে ধানমন্ডি লেকের পাড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করছিল একদল হরতাল সমর্থক। সেখানেও পুলিশ তাদের ঘিরে রেখেছে।

এ ছাড়া তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা এই হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল হয়েছে।