হরিপুরে অসহায় শিশু মিজানের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান

হরিপুর (ঠাকুরগাঁও): হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গত ১৯-০৭-২০২১ ইং ঠাকুরগাঁও জেলার হরিপুর ২নং আমগাঁও ইউনিয়নের নীলগাঁও গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে মিজান এর জীবনে । আকতার হোসেন গত তিন/ চার বছর আগে গুরুতর রোড এক্সিডেন্টে মারা যান।রেখে যান ফুটফুটে দুটো শিশু সন্তান,বর্তমানে মিজানের বয়স ১১ বছর ও ছোট মেয়ের ৫ বছর । মিজান এর মা একমাত্র আয়ের উৎস স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে যান । অসহায় মিজান এর মা বহু কষ্ট করে পরের বাড়িতে খেটে ছেলেকে একটি অটোভ্যান ৪১০০০ হাজার টাকায় ক্রয় করে দিয়ে আয়ের উৎস তৈরি করেন।

সেই সুখ কেড়ে নেওয়ার জন্য নানান ফন্দি আটে চোর। মিজানের যাত্রী সেজে মাত্র দুই শত টাকায় ভাড়া করে নিয়ে যায় রানীসংকৈলে শাহাপাড়ায়। ঐখানে মিজানের কাছে থাকা ১৫০ টাকা ধার শর্তে নিয়ে এবং কখন পরাঠা, কখনো ডাল,কখনো মুড়ি ক্রয় করার মিজানকেই পাঠায়। সেই অপকৌশল না বুঝেই মিজান চোরের খাওয়ার জিনিস ক্রয় করতে যায় এবং ফিরে এসে দেখে তার অটোভ্যানকে নিয়ে চোর পালিয়ে যায়।

শিশু মিজান এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে আর অঝোরে কাঁদতে আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। দৈবাৎক্রমে হরিপুর আওয়ামী যুবলীগের নেতা দেবদাস ও শ্যামল দুই জনের সাথে ঐ এলাকার রাস্তায় দেখা । মিজান দেবদাস কে জিজ্ঞেস করে কাকা ঐদিক কোন অটোভ্যানকে যেতে দেখলেন। মিজানের যাবতীয় কথা শুনে দেবদাস হতবিহবল হয়ে যায় এবং মিজানকে নিয়ে অনেক খোঁজা খুঁজি করে।

একপর্যায়ে হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুলকে মুঠোফোনে অবহিত করেন। তিনি দেবদাসকে তৎক্ষনাৎ তার পরিবার এর সঙ্গে কথা বলতে বলেন। দেবদাস তার মায়ের সঙ্গে কথা বলেন এবং চেয়ারম্যান মহোদয় এর সাথে কথা বলার জন্য বলেন, মিজান এর মা চেয়ারম্যান মহোদয় এর সাথে কথা বলেন। চেয়ারম্যান মহোদয় মিজান এর মাকে ধৈর্য্য ধরার জন্য অনুরোধ করেন এবং সেই সাথে ঈদের পরে তাকে নতুন আর একটি অটোভ্যান ক্রয় করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।

আর দেবদাস-এর আবেগ ঘন স্ট্যাটাস্টে ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

আজ ২৩-৭-২০২১ তারিখে নতুন অটোভ্যান ক্রয় করে মিজান এর মায়ের হাতে চাবি তুলে দেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় আরো বলেন, আমি নিজে করোনা আক্রান্ত রোগী ছিলাম আজকেই নেগেটিভ রেজাল্ট এসেছে। তাই একটু দেরী হয়েছে মিজান এর মায়ের দেখা করার, মিজানের লেখা পড়া করতে সব ধরনের সহযোগিতা করা হবে এবং পরিবারের পাশে থাকবো।

এসময় উপস্থিত আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পাল তিনিও পরিবার টিকে পাঁচ হাজার টাকা প্রদান করেন। হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাফ্ফর আহমেদ মানিক পরিবারটির পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ ও ইলেকট্রনিক ও প্রির্ন্ট মিডিয়া সাংবাদিক গণ।