
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন ৮ ওয়ার্ডে দামোল গ্রামে ১৯-১১-২০২৩ ইং তারিখে ঘটনাটি ঘটে। ঘটনার সুত্রে বাদী হয়ে নারী নির্যাতন আইন (ধর্ষণ)ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয় এবং ১ জন আসামী গ্রেফতার।
হরিপুর থানাধীন ০৪ নং ডাঙ্গীপাড়া ইউপির অন্তর্গত দামোল গ্রামস্থ বিবাদীর ফুফু মোছাঃ সানু বেগম স্বামী-মোঃ আমিনুল এর বসত ঘরে, জোরপূর্বক ধর্ষণ করার অপরাধ তৎসহ অশ্লীল ভিডিও চিত্র ধারণ করতঃ মানষিক নির্যাতন ও মর্যাদাহানী এবং মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে।
সেই এন্ড্রয়েড ফোনে ভিকটিমের অশ্লীল ছবি এবং ভিডিও সহ মোঃ সাগর (১৯), পিতা-মোঃ করিমুল ,সাং -শিহিপুর, থানা- হরিপুর, জেলা-ঠাকুরগাঁও কে গ্রেফতার করা হয়।
মামলায় আরো অজ্ঞাতনামা ৫/৬ জন। হরিপুর থানার মামলা নং-২০, ধারা- ৯(১), ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; তৎসহ ৮ (১)/৮(২)/৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ মামলা রুজু করা হয়।
গ্রেফতারের বিষয় হরিপুর থানা ইনচার্জ , ঠাকুরগাঁও মহোদয় কে জিজ্ঞেস করা হলে তিনি জানান,আটক সাগরের বিরুদ্ধে । নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২০ ।