হরিপুরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

হরিপুর (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায়   হরিপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  ১৫-০৮-২০২২ ই়ং  রোজ সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৬:০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন,  সকাল ১০:০০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  পুষ্পমাল্য অর্পণ, দুপুর ১২:০০  ঘটিকায় শোক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলোতে প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে  আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায়  উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল, সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সিনিয়র সহ-সভাপতি বাবু নগেন কুমার পাল এস, এম,আলমগীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোতাহারা পারভীন সুমি, মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা, আরও উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিভিন্ন  ইলেকট্রনিক মিডিয়ার ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।