
মোঃ আনোয়ার হোসেন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় ৫ নং হরিপুর সদর ইউনিয়ন মিনাপুর গ্রামের মোঃ মোতাহার( ৩০) পিতাঃ রফিকুল ইসলাম কে বন্য সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রমে ১৫ দিন সাজা প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
প্রায়ই অতিথি শিকার করে বাজারে বিক্রি করতো। গোপন সংবাদ ভিত্তিতে মিনাপুর গ্রামের মোঃ মোতাহার হোসেন (১১-২-২০২২) তারিখে ভাষায়( শামকান)শামুকখোল পাখি কে ফাঁদে মাধ্যমে শিকার করছে। অতিথি পাখি সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম কে ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি জানান উপজেলায় যারা বন্য প্রাণী শিকার করবে, প্রত্যকেই আইনের আওতায় আনা হবে। মিনাপুর গ্রামের আরো যারা বন্য পাখি শিকারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হবে।
বন্য পাখি গুলো অভয়াশ্রমের অভাবে হরিপুর উপজেলার বিভিন্ন খাল বিলে বিচরণ করে থাকে। এগুলো বাংলাদেশে খাল-বিলে শীতকালে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এসে বিচরণ করে প্রকৃতির শোভাবর্ধণ করে যেমন শামুকখোল, বালিহাসঁ,মাছরাঙা, পানকৌড়ি, বক,এলাকার কিছু খারাপ প্রকৃতির লোক ফাঁদ বিষ-টোপ ব্যবহার করে গোপনে শিকার করে বাজারে বিক্রি করে।যা প্রকৃতিতে বিরূপ প্রভাব পরছে।
খালে বিলে আগের দিনে প্রচুর পরিমাণে অতিথি পাখির সমারোহ ঘটত । এখন থেকে অতিথি পাখি গুলো কে না ধরার জন্য সকলের প্রতি অনুরোধ জানাই ।