হরিপুরে রাসেল ভাইপার এর মিথ্যা গুজব ছড়িয়ে এলাকায় আতংক

হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি: রাসেল ভাইপার আতংকে যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।  ঠিক সেই মুহুর্তে   ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলা ৩নং বকুয়া ইউনিয়ন পরিষদের  বকুয়া কাশুয়া পাড়া  গ্রামে চা বাগানে রাসেল ভাইপার পাওয়া গেছে,এমন খবর ফেসবুকে পোস্ট করে ঐ গ্রামের মো, সাফু ওরফে ফাটা সাফুর ছেলে মো,জালাল । মুহূর্তে মধ্যে খবরটা ভাইরাল হয়ে যায় এলাকায়। চা বাগানের শ্রমিক গুলো আতংকে পড়ে।
যেহেতু মুহূর্তে এলাকায় আতংকে ছড়িয়ে পড়ে। রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে কিনা  এই বিষয়ে সত্যিটা  জানানোর জন্য চা বাগানের দায়িত্বে থাকা মো,আজাদাদুল হকে জিজ্ঞেস করা হলে, তিনি জানান , আমার চা বাগানে কোন রাসেল ভাইপার সাপ পাওয়া যায়নি। তিনি আরো বলেন,  শুনেছি  এই গ্রামের ছেলে জালাল এই মিথ্যা গুজব ছড়িয়েছে, যা আদৌও সত্যি নয়।
এই এলাকায় মিথ্যা গুজব ছড়ানোসহ  মিথ্যা বানোয়াট তথ্য  বিভিন্ন সময়   ফেসবুকে পোস্ট করে।
প্রশাসনের নিকট  এলাকাবাসির  জোড়ালো দাবি।  ঐযুবকে যেন  আইনের  আওতায় দ্রুত আনা  হয়।