হরিপুর থানা চত্তরে ওপেন হাউজডে পালিত

গোলাম রব্বানী, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলামে সভাপতিত্বে জনসাধারণের অংশ গ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম এবং উপজেলার আইন-শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে বুধবার সকাল ১১ টায় থানা চত্ত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“ পুলিশই জনতা-জনতাই পুলিশ” এই স্লোগান রেখে বুধবার ২৩ ফেব্রুয়ারী ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার পীরগঞ্জ- সার্কেল আহসান হাবীব, উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যানগন, থানা পুলিশের সকল সদস্যসহ উপজেলার সাংবাদিক , গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনগন।  
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ।